অস্ট্রিয়া ১–২ তুরস্ক
মেরিহ দেমিরাল। এক সময় জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন। খেলেছেন আতালান্তার মতো পরিচিত ক্লাবেও। বর্তমানে খেলেন সৌদি ক্লাব আল আহলিতে। তবে বিশেষ কিছু করে কখনো সুনাম কুড়াতে পারেননি। তাই কোনো ক্লাবে দীর্ঘ সময় থিতুও হতে পারেননি।সেই দেমিরাল জাতীয় দলের হয়ে আজ যা করলেন, শুধু তুরস্ক কেন; ফুটবল বিশ্ব তাঁকে অনেক দিন মনে রাখতে বাধ্য। লাইপজিগের রেড বুল অ্যারেনায় অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করলেন ২৬ বছর বয়সী এই সেন্টার–ব্যাক। এর মধ্যে প্রথমটি আবার ইউরোর নকআউট পর্বের ইতিহাসে দ্রুততম। অস্ট্রিয়া এক গোল করলেও তা শুধু ব্যবধানই কমাতে পারল।
২–১ গোলের জয়ে তুরস্ক পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। দলটি সর্বশেষ ইউরোর শেষ আটে খেলেছিল ১৬ বছর আগে। আগামী শনিবার রাতে বার্লিনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক।আজ চালহানোয়লুর অভাব বুঝতে দেননি আর্দা গুলের। ‘তুর্কি মেসি’ খ্যাত রিয়াল মাদ্রিদের এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার দেমিরালের দুই গোলেরই কারিগর। দেমিরাল গোল দুটি করেছেন গুলেরের নেওয়া কর্নার কিক থেকে।
রেড বুল অ্যারেনায় খেলা দেখতে যাওয়া ৩৯ হাজারের মতো দর্শক তখনো ঠিকমতো নড়েচড়ে বসেননি। এমন সময় গোল! ম্যাচের বয়স তখন মাত্র ৫৭ সেকেন্ড। কর্নার থেকে গুলেরের নেওয়া শট বক্সের জটলায় পড়লে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন অস্ট্রিয়ার গোলকিপার প্যাট্রিক পেনৎস ও অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টফ বমগার্টনার। পাশেই দাঁড়িয়ে থাকা দেমিরাল উঁচু করে নেওয়া শটে অস্ট্রিয়ার জাল কাঁপান।
You cannot copy content of this page
Leave a Reply