হরিরামপুরে পদ্মা নদীতে চলন্ত ট্রলার থেকে পড়ে রবিউল (১৮) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য নিশ্চিত করেছেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, শরীয়তপুর বাবুরচর এলাকায় নদী ভাঙনরোধে জিওব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, চৌহলী ও এনায়েতপুরে ফিরছিলেন ২০-২৫ জন শ্রমিক।
রোববার সন্ধ্যা সোয়া ৫টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাটসংলগ্ন পদ্মায় পানিতে পড়ে নিখোঁজ হয় রবিউল। রবিউল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার চরকইজুরি এলাকার আনোয়ারের ছেলে বলে জানা গেছে। সে ট্রলারের পেছনে (প্রস্রাব করতে) গেলে ট্রলার থেকে নদীতে পড়ে যায়। রবিউল মৃগী রোগী ছিল বলে ট্রলারে থাকা তার এক আত্মীয় জানান।
পরে সন্ধ্যায় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, ওসি সুমন কুমার আদিত্যসহ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply