“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ভাইস চেয়ার চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান, যুবউন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা রওশন আরা, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন্ ইউনিয়নের চেয়ারম্যানগণ ও রাজনৈিতক নেতৃবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply