সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শাছমুদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত শাছমুদ্দিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা গ্রামের খাঁন বাড়ির মৃত মোখলেছুর রহমান খাঁনের ছেলে। এলাকায় তিনি শামছু খাঁন নামে পরিচিতি ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শামছু খাঁন দীঘদিন ধরে প্রবাসে ছিলেন। সৌদি আরব সময় রোববার বিকালে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল। তিনি বলেন, শামছু খাঁনের মা, দুই স্ত্রী এবং প্রথম স্ত্রীর দুটি কন্যা সন্তান রয়েছে। আজ (সোমবার) সকালে তার প্রথম স্ত্রীর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তবে তিনি সৌদি আরবের কোন শহরে থাকতেন, সেটা তারা জানাতে পারেনি।
শামছু খাঁনের মরদেহ দেশে আনার ব্যাপারে পরিবারের লোকজন সরকারের প্রতি আকুতি জানিয়েছেন বলেও জানান তিনি।
You cannot copy content of this page
Leave a Reply