ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহণের বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রুবেল পারভেজের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সেলফি পরিবহণের ২০ বাস আটকে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ৯টায় ধামরাই থানা স্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে সেলফি পরিবহণের বাস আটকানো শুরু করেন শিক্ষার্থীরা।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহণের বাসটি রেখে চালক ও সহকারীরা পালিয়ে গেছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
You cannot copy content of this page
Leave a Reply