মানিকগঞ্জের হরিরামপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াজচর গ্রামের সেই মসজিদের তালা খুলে দিয়েছে প্রশাসন। ১২ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় তালা খুলে দেওয়া হয়।
পিয়াজচর জামে মসজিদ কমিটির সভাপতির কাছে মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাওয়ার জের ধরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিরামপুর উপজেলা প্রশাসন মসজিদের তালা খুলে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ ও রামকৃষ্ণপুর পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন ও স্থানীয় মুসল্লিসহ গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত বুধবার বেলা ১১টার দিকে মসজিদে তালা লাগানোর জন্য মসজিদ কমিটির সভাপতি আয়নাল কাজী, প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাঞ্চন বিশ্বাস ও তার ছেলে সাধারণ সম্পাদক জুলহাস বিশ্বাস ও কোষাধ্যক্ষ সামসুল দেওয়ানের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেন। মসজিদের তালা লাগানোর ঘটনা বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর উপজেলা প্রশাসন নিজ উদ্যোগে বৃহস্পতিবার তালা লাগানো মসজিদ খুলে দেন।
You cannot copy content of this page
Leave a Reply