দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে চমক দেখিয়ে চলা অন্যতম স্বাগতিক দল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি দেখা যাবে বেসরকারি টেলিভিশন নাগরিক টিভিতে।গ্রুপ পর্বের ধারাবাহিকতায় সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ই প্রধান লক্ষ্য দলটির। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেছেন, ‘গ্রুপ পর্বে যেমন ক্রিকেট খেলেছি, সুপার এইটেও সেভাবেই খেলবো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডের যাত্রা শুরু করতে চাই।’
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে সুপার এইটে এসেছে। তবে শক্তিশালী দল হয়েও একচ্ছত্র আধিপত্য দেখাতে পারেনি। নেপাল ও বাংলাদেশের বিপক্ষে হারতে হারতে কোনও রকমে জয় পেয়েছে। সবমিলিয়ে খুব বেশি স্বস্তিদায়ক অবস্থায় নেই প্রোটিয়ারা। এই অবস্থায় তাদের বিপক্ষে ভালো সুযোগ আছে মার্কিন ক্রিকেটারদের।
You cannot copy content of this page
Leave a Reply