ঢাকার দোহার উপজেলায় “সুন্দরীপাড়া সমাজ কল্যাণ সংগঠন” এর উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুন্দরীপাড়া এলাকার প্রায় দেড় শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে দিনব্যাপী সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।এ সময় আয়োজক কমিটির সদস্য ইঞ্জিনিয়র এম এ খান সোহেল বলেন, সারা দেশে যদি এমন ১০ টাকার বাজারের উদ্যোগ নেওয়া হয় তবে ধনী-গরীব ও নিম্ন আয়ের মানুষের মাঝে বৈষম্য কমে আসবে, ফলে সমাজ, দেশ, তথা রাষ্ট্রের মধ্যে বৈষম্য থাকবে না।
তিনি আরো বলেন, বিগত ৪ বছর যাবত সুন্দরীপাড়া এলাকায় এই ১০ টাকার বাজারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে এভাবেই ঈদ সামগ্রী উপহার বিতরণ করে আসছি। ইনশাআল্লাহ আমরা আগামীতেও এই সংগঠনের মাধ্যমে এই ১০ টাকার বাজার চলমান থাকবে।আয়োজক কমিটির সদস্য মোঃ ঝিল্লুর রহমান বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা যে সুন্দর উদ্যোগ নিয়েছি ভবিষ্যতেও আমাদের এই সুন্দর উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে এবং এর মাধ্যমে আমাদের সুন্দরীপাড়া এলাকার শান্তি ও সম্প্রীতি আর অগ্রগতি হবে বলে আমি আশা করি।
তিনি আরো বলেন, আমাদের এই সুন্দর আয়োজনে যারা দেশ ও প্রবাস থেকে অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এ সময় উপস্থিত ছিলেন, সুন্দরীপাড়া সমাজ কল্যাণ সংগঠনের সদস্য ডাঃ মোঃ শামীম হোসেন, সাংবাদিক হুমায়ূন কবির, মোঃ সাজ্জাত শরীফ, মনোয়ার আলী খান জুয়েল, মোঃ রনি আহমেদসহ আরও অনেকে।
You cannot copy content of this page
Leave a Reply