দোহার (ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহারে বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতরা ৩৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (১৪এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সারে তিনটার দিকে দোহারের পশ্চিম সুতারপাড়া এলাকার ব্যবসায়ী মো: শাহজাহান এর বাড়ির নিচতলার বাড়ান্দার গেট ভেঙ্গে বাড়ির ঘরের ভিতর প্রবেশ করে ৫/৬ জনের একটি ডাকাত চক্র।
এসময় ডাকাতরা মো: শাহজাহানের গলায় ছুড়ি ধরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রী আকলিমা আক্তারকে তার গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে দিতে বলেন। তিনি সব খুলে দিলে ঘরের সবাইকে এক পর্যায় হাত বেঁধে ফেলে।
এরপর ঘরের আলমাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা দিতে বলেন। এসময় ডাকাতরা বাড়ির দ্বিতীয় তলায় তার মেয়ে নুসনাত জাহান ও তাসনিম জাহানের ঘর সহ মোট তিনটি ঘরের আলমারি ও অন্যান্য সব আসবাবপত্র ভেঙ্গে ৩৩ ভরি স্বর্ণ ও নগদ আনুমানিক দুই লক্ষ টাকা নিয়ে যায়।
যাবার সময় হুমকি ধামকি দিয়ে বলে যান তাদের চিনতে পেরেছেন কিনা, এসময় বাড়ির সিসি ক্যামেরার ডিভিআর খুলে নেন ডাকাতরা।
বাড়ির মালিক জয়পাড়ার ব্যবসায়ি আল-জাহান ট্রাভেলস ও আল- জাহান মটরস এর কর্ণধার মো: শাহজাহান জানান,ডাকাতরা ঘরের ভিতর ও বাহির সহ অন্তত ১০/১২ জন ছিল।
ঘটনার পর পুলিশ ও এলাকাবাসিকে অবগত করলে পুলিশ ও এলাকাবাসি ছুটে আসেন।
এ ঘটনায় দোহার থানার ওসি মো: রেজাউল করিম জানান,ঘটনার সংবাদ পেয়ে আমি ওসি তদন্ত মো: নূরনবীকে পাঠিয়েছিলাম।
এ বিষয়ে ভুক্তভোগী লিখিত কোন অভিযোগ করলে বিষয়টি আইনিপ্রক্রিয়ায় গুরুত্বের সাথে দেখা হবে।
You cannot copy content of this page
Leave a Reply