সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এই স্বর্ণ জব্দ করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বিজি ২৪৮ নম্বর ফ্লাইট। এসময় কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালায়। তল্লাসির সময় ৩২ কেজি ৭৬০ গ্রাম ওজনের ২৮০ টি স্বর্ণের বার ও এক কেজি ৫৯১ গ্রাম ওজনের ছয়টি পেস্ট করা স্বর্ণের ডিম জব্দ করা হয়। ৩৪ কেজি এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, প্রাথমিক তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সেখানে আবারও তল্লাশি চালানো হতে পারে।
You cannot copy content of this page
Leave a Reply