মুন্সীগঞ্জের সিরাজদিখানে যমুনা গ্রুপের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়ায় যমুনা গ্রুপের চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির বাসভবন বকুলতলা গ্রামে শুক্রবার এ কম্বল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় ১০ হাজার মানুষের মাঝে শীতের উপহার হিসাবে কম্বল তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।অনুষ্ঠানে তিনি বলেন, এটা আমার এলাকা, এটা আমার বাবার বাড়ি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, আমি এখানে আসব। শীতের সময় শীতবস্ত্র এবং ঈদের সময় ঈদের সামগ্রী নিয়ে আসব। দরিদ্র মানুষের প্রতি আমার সহযোগিতা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে মাসুদ করিম পাপ্পুর ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. দীন ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আসাদুজ্জামান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. শামীম শেখ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মাহমুদ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ওমর ফারুক তালুকদার, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আবু বকর খান, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. শাহবুদ্দিন খান, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন বেপারী, সংরক্ষিত ইউপি সদস্য হাসনা হেনা, সংরক্ষিত ইউপি সদস্য রুবিয়া আক্তার, সংরক্ষিত ইউপি সদস্য লুৎফা বেগম, মালখানগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আওলাদ হোসেন প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply