মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কম মূল্যে গরু বিক্রি না করায় আকাশ মণ্ডল নামে যুবককে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছেছ সিরাজদিখান থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রোজেরহাটি গ্রামে তাকে জখম করা হয়। এ ঘটনায় একই গ্রামের মিশু মিয়া ও কালামকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, আকাশ মণ্ডল তার পালিত গরু বিক্রি করতে চাইলে ব্রজেরহাটি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মিশু মিয়া ও আবেদ আলীর ছেলে কালাম কম দাম বললে তিনি অন্যত্র গরুটি বেশি দামে বিক্রি করেন। সেই কারণে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মিশু ও কালাম অজ্ঞাতনামা আরও ৩-৪ জন মিলে আকাশ মণ্ডলের বাড়িতে গিয়ে হামলা করে। বাড়িঘর ভাঙচুর করে ঘরে ঢুকে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ সময় আকাশ ও তার মা বাধা দিতে আসলে তারা আকাশ মণ্ডলকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত দুইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।
You cannot copy content of this page
Leave a Reply