মুন্সীগঞ্জের সিরাজদিখানে “এসো মিলি রক্তের বাঁধনে” -এ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে একটি অরাজনৈতিক, অলাভজনক ও শতভাগ সেবামূলক সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া ইউএনও পার্ক হতে সিরাজদিখান বাজার ঘুরে র্যালিটি ইউএনও পার্কে এসে শেষ হয়। পরে বিকাল ৩টার দিকে ইউএনও পার্কে বিক্রমপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কে এম সবুজ আহমেদের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। এডভোকেট মাহমুদ হাসান ও কেয়া চাকলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আইসিটি অফিসার নজরুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মতিন হাওলাদার, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আবু সাইদ, এইচ নুর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর, রশুনিয়া ইউপি সদস্য জয়ন্ত ঘোষ, বিক্রমপুর রক্তদান সংস্থার উপদেষ্টা মনোয়ার হোসেন মনু, লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুর, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুখন চৌধুরীসহ নানা শ্রেণি পেশার মানুষ। এছাড়াও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের ৪৫টি সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ আলোচনা সভায় গুণীজনদের ক্রেস্ট প্রদান করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply