মুন্সীগঞ্জের সিরাজদিখানের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৬ জন। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন ৭ জন।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রামেরখোলা এলাকার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজ রিবেন বলেন, ‘রাতে দুর্ঘটনার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দুটি ইউনিট ও সিরাজদিখান ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। সাতজন গুরুতর আহত ব্যক্তিকে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কাদের জিলানী বলেন, ‘ট্রাকের পেছনের দুটি চাকা ফেটে গেলে চালক ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিল। এমন সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহণের একটি বাস থেমে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
You cannot copy content of this page
Leave a Reply