মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫, ৬নং নারী ইউপি সদস্য ভালোবাসা রাজবংশীকে মারপিট করার অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের সাবেক পুরুষ সদস্য আব্দুল বাকের মোড়লের ছেলে ও তার লোকজনের বিরুদ্ধে।
রোববার সকালে শেখরনগর ইউনিয়নের দক্ষিণহাটী আব্দুল মাস্টারের বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শেখরনগর ইউনিয়নের আব্দুল মাস্টারের ছেলেদের সঙ্গে বর্তমান ইউপি সদস্য ভালোবাসা রাজবংশীর রাস্তার জায়গা নিয়ে সমস্যা হয় । এর জের ধরে রোববার সকালে শেখরনগর ইউনিয়নের দক্ষিণহাটী আব্দুল মাস্টারের বাড়ি সংলগ্ন উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল বাকের মোড়লের ছেলেসহ তার লোকজন ওই নারী সদস্যকে বেধড়ক মারপিট করে আহত করে।
ইউপি সদস্য ভালোবাসা রাজবংশী বলেন, আমাকে রাস্তায় একা পেয়ে আব্দুল বাকের মোড়লের ছেলে ও তার লোকজন পেটে লাথি মেরে মারপিট করে আহত করে। এ ব্যাপারে আমি আজ সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি।
শেখরনগর ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল বাকের মোড়ল বলেন, নারী ইউপি সদস্য আমার সঙ্গে কথা কাটাকাটি করলে, আমি প্রতিবাদ করেছি। তবে মারপিটের কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন, ইউপি সদস্যকে মারপিটের ঘটনার কথা শুনেছি। উপজেলায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ বলেন, নারী সদস্যকে মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply