সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর বাসষ্ট্যান্ডে হাজী নূর হোটেলে পচাঁবাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশ থাকায় হোটেল মালিক মো. নাসিরউদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার(১২ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সিংগাইর থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবিবুর রহমান।
জানা গেছে,গত ৮ মে সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনের দিন রাতে প্রশাসনের লোকজন হাজী নুর হোটেলে খাবার খেতে যায়। এসময় হোটেলে খাবার স্থানে গ্লাসের মধ্য দু,টি বিড়াল ডুকে খাবার খাচ্ছিল। বিষয়টি হোটেল মালিককে অবগত করার পর কোন কর্নপাত করেননি। পরের দিন সংবাদকর্মীরা ফলাও করে পত্রিকায় সংবাদ প্রকাশ করলে প্রশাসনের নজরে পরে। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে ঐ হোটেলে অভিযান পরিচালনা করলে ঘটনার সত্যতা পেয়ে অর্থ দন্ড দেন ভ্রাম্যমান আদালত।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,পর্চাবাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশ থাকায় এ দন্ড দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
You cannot copy content of this page
Leave a Reply