সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে আশিক(৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার(৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রামের আব্বাছ আলীর বাড়ি এ ঘটনা ঘটে।
নিহত আশিক ঢাকা জেলার ধামরাই থানার রোয়াইল ইউনিয়নের বাদশাডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
নিহত আশিকের নিকট আত্বীয় জীবন জানান, আশিক আজ সকাল ৯ টার দিকে মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে আসে। ১০ টার দিকে আশিককে নানা বাড়িতে রেখে মা ব্যাংকে টাকা তুলতে যায়। আশিক নানা বাড়ির দক্ষিন ভিটের চৌচালা টিনের ঘরের কেবিনে খেলা করতে থাকে। খেলা করার এক মুহূর্তে বিদ্যুত চলে যায়। এ সময় শিশুটি কেবিনে থাকা ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলতে থাকে। বাড়ি পাশের জনৈক এক নারী ঐ বাড়িতে গেলে জানালা দিয়ে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে ওড়না কেটে নিচে নামায়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) শেখ আবু হানিফ জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানা একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply