মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দুটি অঞ্চলে অভিযান চালিয়ে আট লাখ টাকার হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে।শনিবার (২৭ মে) দুপুরের দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম আটকের তথ্য নিশ্চিত করেছেন।আটকরা হলেন উপজেলার উত্তর চারিগ্রাম এলাকার বাচ্চু দেওয়ানের ছেলে শামীম দেওয়ান (৩৬), উত্তর বিনোদপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ইকবাল হোসেন (৩৮) ও হালিম মিয়ার ছেলে মো. আলম (৩৫)।ডিবি ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুটি অঞ্চলে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আট লাখ টাকার হেরোইনসহ তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে সিংগাইর থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন বলেও জানিয়েছেন ডিবি পুলিশের এ কর্মকর্তা।
You cannot copy content of this page
Leave a Reply