সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে আঙ্গারিয়া মহল্লার বিএনপি অফিসে সামনে থেকে র্যালি বের করে পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগরের সভাপতিত্বে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, সিংগাইর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এডভোকেট দ্বিন ইসলাম, সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান ভূইয়াসহ সিংগাইরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।
You cannot copy content of this page
Leave a Reply