সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:দৈনিক সমকাল মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন এর বাবা মুক্তিযোদ্ধা মো.কফিল উদ্দিন সোমবার রাত পৌনে ৮ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার(২ জুলাই) সকাল সোয়া ১১ টার দিকে ঘোনাপাড়া কেন্দ্রীয় ঈদগাহে মাঠে রাষ্টীয় মর্যাদা দিয়ে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তার বাড়ি সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামে। তিনি ১ স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে, নাতি,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানাযায়,গত সপ্তাহে হঠাৎ করে শ্বয়ন কক্ষের খাট থেকে নিচে পরে মাথায় আঘাত প্রাপ্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আস্তে আস্তে অবনতি হয়ে সোমবার রাতে তার মৃত্যু হয়।
You cannot copy content of this page
Leave a Reply