সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে প্রথম বিয়ে গোপন করে জনৈক অর্নাস পড়ুয়া শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করতে এসে আটক হলেন বর। শুক্রবার(২১ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের কামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বরের বাড়ি চাঁদ জেলার সদর উপজেলার মাদ্রাসা রোড এলাকার নেহাল হোসেন মজুমদারের ছেলে সোমেল হোসেন মজুমদার(৪১)।
শনিবার(২২ জুন) দুপুরে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়ে জানাযায়, জনৈক অর্নাস পড়ুয়া শিক্ষার্থী গত ৬ মাস আগে ঢাকার একটি অনলাইন শপিং সেন্টারে চাকুরির ইন্টারভিউ দেয়ার সময় সোমেলের সাথে পরিচয় হয়। পরবর্তীতে সোমেল মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন। এবং বিয়ের পর ইতালি নিয়ে যাবে এমন প্রলোভন দেন তিনি। এতে রাজি হলে মেয়ের বাড়ি আসা যাওয়া শুরু হয় তার। এরই মধ্যে বিয়ের দিন ধার্য্য করা হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে মেয়ের বাড়ি চলে অনুষ্ঠান। বিকালে ৪০ জন বর যাত্রী আসার কথা থাকলেও রাত ১০ টার দিকে বর তার পরিবারে ৩ সদস্য নিয়ে বিয়ে করতে আসে। বিষয়টি কনের পরিবারের লোকজনের সন্দেহ হলে জিঞ্জাসাবাদে তিনি প্রথম বিয়ে ও প্রতরণার কথা স্বীকার করেন। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। প্রতারক বরের বিরুদ্ধে প্রতরণা মামলার প্রস্তুতি চলছে।
You cannot copy content of this page
Leave a Reply