মানিকগঞ্জের সিংগাইরে ইয়াবা ও হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাদের ‘মাদক কারবারি’ বলেছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ বেউথা-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের সিংগাইর দক্ষিণ ধল্লা এলাকা এবং ধল্লা বাজার সংলগ্ন গাজিন্দা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবির ইনচার্জ আবুল কালাম।বুধবার সকালে আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান হয়, দক্ষিণ ধল্লা এলাকা থেকে ৩২ গ্রাম হেরোইনসহ শাহীনুর ওরফে মো. রজ্জব হোসেনকে (২৬) এবং গাজিন্দা এলাকা থেকে ২০০ ইয়াবাসহ রবিন ইসলাম (৩০)কে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।তবে গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে আদালতে ১৩টি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান আবুল কালাম।
You cannot copy content of this page
Leave a Reply