মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেছেন গত জাতীয় সংসদ নির্বাচন ছিল শেখ হাসিনার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বড় চ্যালেন্স। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী অগ্নি পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন। রবিবার(২৩ জুন) সিংগাইর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি আলোচনা শেষে রাত সাড়ে ৮ টার দিকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আরোও বলেন,নির্বাচনে যারা নৌকা প্রতীক পেয়েও নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করতে চেয়েছেন তাদের দিয়ে আওয়ামীলীগ চলতে পারে না। যারা দলীয় পদ ব্যবহার করে গত ১৫ বছরে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তাদের পিছনের রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের কাছে দাবি জানান এমপি টুলু।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সায়েদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন-ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.,মাহবুবুর রহমান জনি,জেলা যুবলীগের আহবায়ক মো.নজরুল ইসলাম রাজা,সেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাড.আবু বক্কর ছিদ্দিক খান তুষার,সদস্য সচিব আবুল বাশার,সাবেক মেয়র সিংগাইর পৌরসভা মীর মো.শাহজাহান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশারসহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কাটা,আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেন নেতাকর্মীরা। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে নকল কুমার বিশ্বাস মঞ্চ মাতিয়ে তুলেন।
You cannot copy content of this page
Leave a Reply