সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সচিব মীর মো. আলী হুসাইন ২ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭০০ টাকার বাজেট ঘোষণা করেন। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৭০০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা। বাজেট ঘোষণা ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মো. শওকত আনোয়ার, উপ-কমিউনিটি সহকারী মেডিক্যাল অফিসার গোলাম ওয়াজেদ শিহাব, অব. শিক্ষক মো. আশেক আলী, উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্যদ্বয়- আব্দুল আলীম, মো. ইসহাক খান ও সিএইচসিপি মো. নাসির উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজী মো. আমজাদ হোসেন খান, দৈনিক মানবজমিন প্রতিনিধি অধ্যক্ষ মো. আতাউর রহমান, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মো. লিটন হোসেনসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
You cannot copy content of this page
Leave a Reply