মানিকগঞ্জের সিংগাইরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় কালাম (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,রবিবার (১১ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর পাওয়ার প্লান্টের দক্ষিনে।নিহত-কালাম মন্ডল রংপুর জেলার মিঠাপুকুর থানার বজরত গ্রামের মোসলেম সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় স্থানীয় জামাল উদ্দিন সরকারের ভুট্টা খেত পাহারা দেয়ার সময় বৃদ্ধে কালাম রাস্তার পাশে বসে বিশ্রাম নিতে ছিল। হঠাৎ দ্রুত গতির ১টি মোটর সাইকেল কালামের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
You cannot copy content of this page
Leave a Reply