টানা বৃষ্টিতে সাভারের শিল্প এলাকার নিম্নাঞ্চলে পানি জমে গেছে। আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের কিছু অংশও পানির নিচে। এতে যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে। কোথাও কোথাও আঞ্চলিক সড়ক, বসতবাড়ি, মার্কেটেও ঢুকে পড়ছে পানি।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন অঞ্চল ঘুরে এমন চিত্র দেখা গেছে।টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার মহাসড়ক পানির নিচে তলিয়ে আছে। অধিকাংশ সড়কে হাঁটুসমান পানি হলেও কোথাও কোথাও কোমর পর্যন্ত ছাড়িয়ে যায়। যানবাহন চলাচলের সময় যন্ত্রাংশে পানি ঢুকে বিকল হয়ে পড়ছে। এতে যানজট দেখা দিয়েছে। নোংরা পানি ছড়িয়ে গেছে সব জায়গায়।ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের মাশরুম উন্নয়ন কেন্দ্রের সামনে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া সড়কের পাশে থাকা ড্রেন উপচে ময়লা পানি বের হচ্ছে।অন্যদিকে এ অঞ্চলের পলাশবাড়ী, বাইপাইল, জামগড়া, চিত্রশাইল, ভাদাইল, কাইচাবাড়িসহ কয়েকটি এলাকায় বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। বাইরে বৃষ্টি ও ঘরে পানিতে নাজেহাল অবস্থায় পার করছে এ অঞ্চলের মানুষ।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, সড়কগুলোর কয়েকটি পয়েন্টে পানি উঠে গেছে। ফলে কোথাও কোথাও যানবাহনের জটলা তৈরি হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।
You cannot copy content of this page
Leave a Reply