দেশ রূপান্তর পত্রিকার ঢাকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. কাজী সোহেলের বাবা মো. ভুলু কাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
বুধবার দুপুর ১ টার দিকে উপজেলা সদরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বাদ আসর গোবিন্দপুর জামে মসজিদ ঈদগা মাঠে নামাজের জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
তার মৃত্যু নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সহ প্রেসক্লাবের সদস্যরা শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
You cannot copy content of this page
Leave a Reply