ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের সংবাদ সরিয়ে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে অভিযুক্ত চেয়ারম্যান আমজাদ হোসেন। এনিয়ে সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা জেলা প্রেসক্লাব ও দোহার প্রেসক্লাবের সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে অফিসিয়াল প্যাডে এ লিখিতভাবে এ নিন্দা ও ক্ষোভ জানানো হয়। দোহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান বলেন, সাংবাদিকরা দেশের দর্পণ। সংবাদ প্রকাশে কাউকে হুমকি দিলে কাউকে ছাড় দেয়া হবে না। ঢাকা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, কোন সাংবাদিককে কেউ হুমকি দিয়ে তার বিরুদ্ধে ঢাকা জেলার সকল সাংবাদিক রুখে দাড়াঁবে। প্রয়োজনে আমরা আন্দোলনে নামবো। সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন তিনি।
You cannot copy content of this page
Leave a Reply