৭ জানুয়ারি সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।সোমবার সকাল সাড়ে ১০টায় আগলা এলাকার চিকরপুর বাসস্ট্যান্ড থেকে দৌলতপুর পর্যন্ত নির্বাচনি প্রচারকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে দিনের প্রথম উঠানবৈঠক করেন। এ সময় সালমা ইসলাম ভোটারদের উদ্দেশে বলেন, আমি গত ১৫ বছর ধরে নবাবগঞ্জ ও দোহারে এমপি হিসেবে মানুষের জন্য কাজ করেছি। সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম। আমার নির্বাচনি আসনে নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ৬৮৫ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৫৫ হাজার ৪৮২ জন। আমি পুরষদের পাশাপাশি নারীদের কাছে পৃথকভাবে ভোট চাই। কারণ আমি সালমা ইসলাম আপনাদের এলাকার মেয়ে, কারও বোন, কারও ভাবি, কারও মায়ের মতো।
তিনি বলেন, এ এলাকার মেয়ে হিসেবে আপনারা আমাকে অতীতে সংসদে পাঠিয়েছেন। আমি স্কুল, কলেজ, হাসপাতাল ছাড়াও পদ্মার ভাঙন রোধে বেড়িবাঁধ, একাধিক রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ করেছি। করোনা, ঈদ, শীত, পূজাপার্বণে সহায়তা ছাড়াও বয়স্কভাতা দিয়েছি। একজন নারী হিসেবে পুরুষদের পাশাপাশি সব মা, বোন, ভাবি, চাচিদের কাছে আমার দাবি— আপনারা আমাকে আরেকবার লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ৭ জানুয়ারি সবাই নির্ভয়ে কেন্দ্রে যাবেন।
You cannot copy content of this page
Leave a Reply