পাটুরিয়া ঘাটের অদূরে ৯টি মালবাহী যানবাহন নিয়ে পদ্মায় ডুবে যাওয়া রজনীগন্ধার দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবিরের এখনো কোনো সন্ধান মেলেনি।
ডুবন্ত ফেরি ও সঙ্গে ডুবে যাওয়া মালবাহী কাভার্ডভ্যান ও ট্রাক উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজাকে সহায়তা করতে আরও দুটি উদ্ধাকারী জাহাজ আসছে।
বৃহস্পতিবার দুপুর নাগাদ আসার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকাজের দ্বিতীয় দিনে ফায়ার সার্ভিসের টিম বৃহস্পতিবার সকাল
১০টা থেকে কাজ করছে।
নিখোঁজ ফেরিটি দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবিরের উদ্ধার না হওয়ার তার স্বজন ও ফেরি কর্তৃপক্ষও উদ্বিগ্ন হয়ে আছে। তার বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়। তিনি বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের আরিচা আঞ্চলিক কমিটির সভাপতি। এ ঘটনায় মানিকগঞ্জে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসি দুটি পৃথক তদন্ত কমিটি করেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আনোয়ারুল হক। তিনি জানান, তাদের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। সকাল ১০টার দিকে ফেরির নিখোঁজ ইঞ্জিন মাস্টারকে উদ্ধারে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে ফেরির অবস্থান শনাক্ত করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply