যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল বুধবার শিকাগো বিমানবন্দরের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।
নাদিহা আলী মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা ছিলেন। যুক্তরাষ্ট্রে যথাসময়ে জানাজার পর তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
নাদিহা আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নতুন ভিশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হোসেন। সেইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এ ছাড়া মোহা. নূর আলীর মেয়ের মৃত্যুতে আমাদের সময় পরিবারেও শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, উপদেষ্টা সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন, নির্বাহী সম্পাদক মাইনুল আলমসহ সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে ইউনিক গ্রুপ থেকে এক শোকবার্তায় নাদিহা আলীর বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
You cannot copy content of this page
Leave a Reply