বৃহত্তর ফরিদপুর সমিতি সংযুক্ত আরব আমিরাতে সফররত ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও ফরিদপুরের বিভিন্ন ইউনিয়ন উপজেলার সাতজন চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে । শনিবার (১৪ অক্টোবর) রাতে ফরিদপুর সমিতি এ সংবর্ধনার আয়োজন করে।এসময় সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নিক্সন চৌধুরী বলেন, ঢাকা বিমানবন্দরে থার্ড টার্মিনাল যোগ হওয়ায় দেশের বাইরে থাকা কোটি প্রবাসীর দেশে যাত্রা এবার হয়রানি মুক্ত হবে। প্রবাসীদের ভ্রমণ নিরাপদ হবে। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে উদ্যোগ নিবে সরকার।
বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি বুলবুল আহমেদ মুকুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খোন্দকার মিজানুর রহামান।
বৃহত্তর ফরিদপুর সমিতি সভাপতি বুলবুল আহমেদ মুকুল জানান, আগামী নির্বাচনে প্রবাসী ও তাদের পরিবারের সমর্থন অর্জনের জন্য ফরিদপুরের সাত চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আমিরাত সফরে আসেন নিক্সন চৌধুরী।নিক্সন চৌধুরীর সফরসঙ্গী ছিলেন ফরিদপুরের সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসিক ইকবাল স্বপন মোল্লা, ভাঙ্গার আজিমনগর ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, নুরুল্লাগঞ্জ ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মনসুর মুন্সি, সদরপুরের নারিকেলবাড়িয়ার ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ও চরভদ্রাসনের চর ঝাউকান্দার ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা।অনুষ্ঠানে ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রায় ৫ শতাধিক প্রবাসী উপস্থিত হন। তারা স্থানীয় জন প্রতিনিধিদের কাছে বেশ কিছু মৌলিক দাবি তুলে ধরেন।
You cannot copy content of this page
Leave a Reply