মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বিদ্যালয়ে সিলিং ফ্যান ছিঁড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৩০ আগস্ট) সদর উপজেলার সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো- জ্যৌতিময় দে (৬) ও সাহেরা আলম সোহা (৭)। তারা ওই বিদ্যালয়ের কেজির ছাত্র।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া জানান, সকাল সোয়া ৮টার দিকে বিদ্যালয়টির কেজি শ্রেণির পাঠদানের প্রস্তুতি চলছিল। শ্রেণিকক্ষে ৩০-৩২জন শিক্ষার্থী বসেছিল। এসময় একটি সিলিং ফ্যান খুলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহত দুই শিক্ষার্থীকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাদের ঢাকায় পাঠানো হয়।এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আমাকে জানিয়েছেন। সরকারি বিদ্যালয়গুলোতে এ বিষয়ে নির্দেশনা থাকে। যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো সেখানে মনিটরিং ছিল না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের এ বিষয় সতর্কতা থাকার নির্দেশনা দেওয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply