শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অপর্ণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রথমে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অপর্ণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফাত আরা সাঈদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তোহা মোহাম্মদ শাকিল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ্ আল তায়াবীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল বাকী, বীর মুক্তিযোদ্ধা আনিছুল ইসলাম তালুকদার, পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, শ্রীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম, আওয়ামী লীগ নেতা আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply