শ্রীনগর ড্রেজার বাণিজ্যের দ্বন্দ্বের জের ধরে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রমিজউদ্দিন বেপারী ও তার ভাইসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের বাইপাশ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজউদ্দিন বেপারীর ভাইয়েরাসহ একই ইউনিয়নের কামারখোলা এলাকার কয়েকজন মিলে পূর্ব কামারখোলায় বালু ভরাটের জন্য ড্রেজারের পাইপ লাইনের সংযোগ দিচ্ছিল। এতে পশ্চিম কামারখোলা এলাকার দিল বেপারীর ছেলে ফয়সালের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে ড্রেজারের পাইপলাইন টানার কাজে বাঁধা দেয় ও সেখানে ফয়সালের লোকজন ড্রেজার বসাবে বলে জানায়। এনিয়ে দুই পক্ষ রোববার বিকালে সাড়ে ৪টার দিকে বাইপাশ এলাকায় আলোচনায় বসে। আলোচনাকালীন দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে সেখান থেকে ফয়সাল গ্রুপের লোকজন চলে যায়।তার কিছুক্ষণ পর ফয়সালের নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে ১২ থেকে ১৫ জনের একটি গ্রুপ এসে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজউদ্দিন বেপারী, তার ভাই দেলোয়ার বেপারী ও একই এলাকার জমিরউদ্দিনের ছেলে স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাত্ব জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফয়সাল বাহিনীর হাতে ধারালো অস্ত্র ছাড়াও লোহার পাইপ ছিল। এই হামলার ঘটনায় ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এই ঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
You cannot copy content of this page
Leave a Reply