মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে মাসুদ ও ইদ্রিস আলী নামে দুই দুর্বৃত্তকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের নম্বরবিহীন একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, রবিবার রাত ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকা থেকে ঐ দুই জনকে গ্রেফতার করা হয়। মাসুদ হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জের কল্লিপাড়ার আলাল মিয়ার ছেলে ও ইদ্রিস আলী নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরের আব্দুল মান্নানের ছেলে। তারা ঢাকার কদমতলী ও শনির আখড়ায় ভাড়া বাড়িতে থাকে। এদের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের মুন্সীগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply