শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের পদ্মার চরে জেলে মো. রুবেল হত্যা মামলার প্রধান আসামি রিয়াদ খানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ।
সন্ত্রাসী রিয়াদ খান শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মরহুম খোনক খানের ছেলে। এ ঘটনায় নিহত রুবেলের পিতা বাবু সরদার বাদী হয়ে রিয়াদ খানকে প্রধান আসামি করে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে পদ্মা চর এলাকার নুরু বয়াতির চরে ফাও ইলিশ আনায় বাঁধা প্রদান করায় রুবেলকে গুলি করে রিয়াদ খান। রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রুবেল পার্শ্ববর্তী লৌহজং উপজেলার যশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে। এর আগের দিন (২৮ অক্টোবর) সন্ত্রাসী রিয়াদ খান তার দলবল নিয়ে ভাগ্যকুলের কামারগাঁও বশির আহমেদের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় ভুক্তভোগী বশির আহমেদ বাদী হয়ে রিয়াদ খানসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
শ্রীনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, রুবেল হত্যার মামলার প্রধান আসামি রিয়াদ খানকে ময়মনসিংহ এলাকা থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply