মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত। দোয়াত-কলম প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৬৪০ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। এরপর গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে স্থাপিত কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়।
শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩২ হাজার ৬৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট কামরুল হাসান (টিউবওয়েল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুজ্জামান মৃধা (তালা প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ৫৩ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৭ হাজার ৬২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সামছুন নাহার সুমি (প্রজাপতি প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরুজা বেগম পান ৩০ হাজার ১৩৭ ভোট (কলস প্রতীক)।
এ উপজেলায় প্রদত্ত ভোটের হার ৪৬ দশমিক ৭৬ শতাংশ। তৃতীয় ধাপের এ নির্বাচনে এক লাখ ২০ হাজার ৩৫০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৩ হাজার ২২০ ভোট বাতিল হয়ে গেছে। বৈধ ভোটের সংখ্যা এক লাখ ১৭ হাজার ১৩০।
You cannot copy content of this page
Leave a Reply