মুন্সীগঞ্জের শ্রীনগরে মৎস্য অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়াইর জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর হাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় আড়াই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১শত নিষিদ্ধ চায়না দোয়াইর জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মোঃ রাজিব, বাহারুল ইসলাম বাহারসহ স্থানীয় জনতার সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর সার্কেল কর্মকর্তা ইন্সপেক্টর পারভেজ আল মাসুদ, শ্রীনগর থানার এসআই খন্দকার জিয়াউল ইসলাম, এএসআই এরশাদ হোসেন, সেলিম প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply