মুন্সীগঞ্জের শ্রীনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ড্রেজার উচ্ছেদ ও ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শ্রীনগর খালের আড়িয়াল বিল, ষোলঘর, শ্রীনগর সদর অংশে অবৈধভাবে একাধিক ড্রেজার বসিয়ে কৃষিজমি ভরাটকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ড্রেজার মেশিন বিনষ্ট করে ১টি অবৈধ ড্রেজার মালিককে ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা ও ৫টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।
শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ বলেন, আড়িয়াল বিলসহ উপজেলার সর্বত্র আড়িয়াল বিল ও কৃষিজমি রক্ষায় মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply