শ্রীনগরে পাগলা কুকুরের আক্রমণে ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বীরতারা ইউনিয়নের সালেপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের সাধু চরণ নন্দির ছেলে চিত্তরঞ্জন নন্দি (৭০), দুখাই শেখের ছেলে বিল্লাল হোসেন (৫৫) ও রহমান শেখের ছেলে ইদ্রিস শেখ (৬০)।
স্থানীয়রা জানান, পথচারীরা প্রয়োজনী কাজে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি পাগলা কুকুর পথচারীদের আক্রমণ করে। কুকুরের কামড়ে আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ভুক্তভোগী চিত্তরঞ্জন নন্দি বলেন, গরুর ঘাস কাটার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় কুকুরটি দৌঁড়ে এসে পায়ে কামড় দেয়।
দুখাই শেখ বলেন, চিত্তরঞ্জনকে বাঁচাতে গিয়ে আমিও পাগলা কুকুরের আক্রমণের শিকার হই। কুকুরটি আমার উরুতে কাড়র দেয়। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে পাগলা কুকুরটিকে মেরে ফেলে। শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুস্মিতা জানান, কুকুরের
আক্রমণের শিকার আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
Leave a Reply