‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন ও শ্রীনগর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।এ সময় মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আ. আউয়ালের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে জমিসহ ঘর প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষরেদর চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মামুন, উপজেলার আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাষ্ঠার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও শ্রীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রয়েল। এ উপজেলায় মোট ১৫৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান করার মাধ্যমে শ্রীনগর উপজেলাকে ‘ক’ শ্রেণলীর গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন বলে আশা করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply