কেরানীগঞ্জে তাবলিগ জামাত বাংলাদেশের ৫ দিনের জোড় ইজতেমা মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আশপাশের এলাকা। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগের বিশ্ব আমির দিল্লির মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি।
তিনি বাদ ফজর থেকে চার ঘণ্টাব্যাপী দীর্ঘ হেদায়তি বয়ান করেন। বয়ানের বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মনির বিন ইউসুফ। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই লাখো মুসল্লির ঢল নামে তাবলিগ জামাতের এই জোড়ে।
ঢাকার অদূরে কেরানীগঞ্জের বামনশূলে হাউজিং ময়দানে তাবলিগ জামাতের ৫ দিনের জোড় ১৩ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল পৌনে ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, বাংলাদেশে ২ লাখের মতো ৩ চিল্লার সাথী আছেন, এই জোড়ে প্রায় লক্ষাধিক ৩ চিল্লার সাথী উপস্থিত হয়েছিলেন। ৫ দিনের এই জোড়ে ১৯টি দেশের প্রায় এক হাজার বিদেশি মেহমান উপস্থিত ছিলেন। বিদেশি মেহমানরা বিশ্ব ইজতেমা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করবেন বলে জানা যায়। জোড় থেকে দেশ ও বিদেশে তাবলিগ জামাতের দাওয়াতি কাজের জন্য ১ হাজার ৫৬০টির মতো চিল্লা ও তিন চিল্লার জামাত বের হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply