নানান ইস্যুতে দেশে-বিদেশে মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমকে নিয়ে যখন ব্যাপক সমালোচনা চলছে ঠিক সেই মুহূর্তে তিনি নিজেকে দুর্নীতির ঊর্ধ্বে দাবি করে বলেছেন, জননেত্রী শেখ হাসিনার খাতায় আমি পরিষ্কার। তিনি কোনো দুর্নীতি করেননি; এমনকি কারো হক মেরে খাননি বলেও দাবি করেছেন।
রোববার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মমতাজ বেগম এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বলেন, নির্বাচন আসলে অনেক মানুষ মাঠে আসবে। পক্ষে-বিপক্ষে অনেক কথা হবে, অপপ্রচার চালাবে। আমরা ওই অপপ্রচার আমলে নেব না। আমরা আমলে নেব- আমার এলাকায় কে কী উন্নয়ন করল। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে ১৫ বছর নেতৃত্ব দিয়েছি।
তিন দিনব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধনকালে তিনি আরও বলেন, আমাকে এখানে জননেত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন, তা শতভাগ পালন করেছি। আমি তিনবার এমপি হয়ে আমার নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য সরকারের যে বরাদ্দ পেয়েছি তার সুষ্ঠু বণ্টন করেছি।
বিএনপি প্রসঙ্গে এমপি মমতাজ বেগম বলেন, নির্বাচন আসলেই বিএনপির কুলু কুলু বেড়ে যায়। অথচ ১৫ বছরে তাদের পাওয়া যায়নি। করোনার মতো ভয়াবহ মহামারিতে তারা কই ছিল? তারা কোনো মানুষের পাশে দাঁড়িয়েছে?
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এবং জাকারিয়া হোসেনের সঞ্চালনায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান নিলুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply