রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে মাস খানেক ধরে প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। এর জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানির কাছ থেকে ধারাবাহিকভাবে সামরিক সহায়তা পাচ্ছে জেলেনস্কির বাহিনী। কবে ও কখন প্রতীক্ষিত অভিযান শুরু হচ্ছে, এ নিয়ে স্পষ্ট করেনি কেউ।এর মধ্যে মিত্র ইতালিতে সফরে যান জেলেনস্কি। রোমে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই এটি গুরুতর পদক্ষেপ হতে যাচ্ছে। তবে আমি আপনাদের বলতে পারবো না কখন শুরু হচ্ছে। অবশ্যই দেখতে পাবেন এবং অনুভব করবে রাশিয়া। আমরা জয়ে বিশ্বাসী।’এদিকে জেলেনস্কির সঙ্গে শনিবার ফলপ্রসূ বৈঠকের বর্ণনা দিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। কিয়েভ ন্যাটোয় যোগদানের বিষয়টিকেও সমর্থন করবে রোম। একজন মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং পশ্চিমা কর্মকর্তা গত সপ্তাহে সিএনএনকে জানিয়েছিলেন, পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। এর আগে রোমে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার চলা যুদ্ধ বন্ধের প্রতি জোর দিয়েছেন পোপ।
সূত্র: সিএনএন
You cannot copy content of this page
Leave a Reply