ঢাকার দোহারে “লটাখোলা চর জয়পাড়া উইভার্স কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন ২০২৩ এ সভাপতি নির্বাচিত হয়েছেন মো.জসিম উদ্দিন। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ৪৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে দানেজ মাষ্টার টেবিল প্রতীকে পেয়েছেন ২৮৬ ভোট।
এছাড়াও সহ সভাপতি পদে ইয়ানুছ আলী বেপারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৯জন প্রার্থী তারা হলেন, হরিন প্রতীকে নুরুল ইসলাম, মোমবাতি প্রতীকে খলিলুর রহমান, রিক্সা প্রতীকে আবুল কালাম, চশমা প্রতীকে আবু তাহের, গোলাপ ফুল প্রতীকে মাসুদ রানা, মই প্রতীকে দেলোয়ার হোসেন, তালাচাবি প্রতীকে রমজান, ফুটবল প্রতীকে উজ্জল হোসেন এবং হাতপাখা প্রতীকে মো. মামুনুর রশিদ।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচন পরিচালনা করেন দোহার উপজেলা সমবায় কর্মকর্তা আরিফা বানু। নির্বাচন অনুষ্ঠানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশের একটি দল।
You cannot copy content of this page
Leave a Reply