1. tanjimislam222@gmail.com : block :
  2. doharbartanews@gmail.com : Tanjim Islam : Tanjim Islam
রোজা রেখেই ফুটবল খেলেন স্প্যানিশ তারকা ইয়ামাল - Dohar Barta24
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

রোজা রেখেই ফুটবল খেলেন স্প্যানিশ তারকা ইয়ামাল

  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪৮ Time View
ইয়ামাল

ছোট কাঁধে বড় দায়িত্ব সামলে যাচ্ছেন লামিনে ইয়ামাল। কেউ তার মাঝে লিওনেল মেসির ছায়া দেখছেন, কেউ মানছেন কিংবদন্তি হবেন স্প্যানিয়ার্ড। সেই পথে দুর্বার গতিতে এগোচ্ছেন ১৭ বর্ষী উইঙ্গার। মাঠে নামছেন, গোল করছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন এবং রেকর্ডও গড়ছেন। তেমনি এক রেকর্ডের সামনে দাড়িয়ে ইয়ামাল। বার্সেলোনার হয়ে মাঠে নামার পরে এবার জাতীয় দলের জার্সিতে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে রোজা রেখে মাঠে নামতে যাচ্ছেন ইয়ামাল। বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গত ম্যাচে বেনফিকার বিপক্ষে ম্যাচে রোজা রেখেই মাঠে নেমেছিলেন। রোজা রাখলেও মাঠের পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি স্প্যানিশ উইঙ্গারের। প্রথম গোলে অ্যাসিস্ট করার পর দ্বিতীয় গোলে বল জালে জড়ান। ম্যাচের মাঝে পানি দিয়ে সারেন ইফতারও।

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। সেই দলের অন্যতম সদস্য হিসেবে আছেন ইয়ামাল। ২০ মার্চ প্রথম লেগ ও ২৩ মার্চ দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন ও ম্যাচে দুই জায়গাতেই রোজা রাখার ঘোষণা দিয়েছেন ইয়ামাল। ফুটবলের মতো খেলায় কিভাবে কিছু না খেয়ে কাটিয়ে দেন, এমন প্রশ্নে ইয়ামাল বলেছেন, ‘একদমই কষ্ট হয় না।’ডিএজেএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘মনেই হবে না যে ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীরে পানিশূন্যতা না রাখা। বার্সায় আমি এই ব্যাপারে সতর্ক ছিলাম। ফজরের সময়ে ইলেক্ট্রোলাইট পান করি। এটা সারাদিন শরীরকে পানিতে পূর্ণ রাখবে। ইফতারের সময় আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। পরিবর্তে প্রচুর পানি খাই। সবকিছু তাই নিয়ন্ত্রণে থাকে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews

You cannot copy content of this page