আজ শুক্রবার রাতে বাংলাদেশ সময় রাত ১০টায় চলতি ইউরোর সবচেয়ে ‘হাইভোল্টেজ ম্যাচে’ মুখোমুখি হচ্ছে দুই দল।
এখন পর্যন্ত ইউরোতে চার ম্যাচ খেলে সবগুলো জেতা একমাত্র দল স্পেন। অন্যদিকে এই আসরে ১০ গোল করেছে জার্মানি, যা তাদের টুর্নামেন্ট ইতিহাসে এক আসরে যৌথভাবে সর্বোচ্চ। তারা অপরাজিত থাকলেও চার ম্যাচে জয় তিনটি।স্টুটগার্ট এরেনায় দুই ফেভারিটের লড়াইকে ‘ফাইনাল’ মনে করছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। তাদের শক্তিকে সীমিত করে দুর্বলতায় আঘাত করতে চাই। এটা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারতো। কিন্তু লড়াইটা কোনও অংশে কম হবে না।’
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ১-১ গোলে ড্রয়ের পর প্রথমবার মাঠে মুখোমুখি হচ্ছে জার্মানি ও স্পেন। আর ইউরোতে চতুর্থবার দেখা হচ্ছে তাদের। ২০০৮ সালের ফাইনালের আগে ১৯৮৪ সালে জার্মানদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল স্পেন। আর জার্মানি একবারই জিতেছিল, ১৯৮৮ সালে। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও কোয়ার্টার ফাইনালে কখনও স্বাগতিকদের ছিটকে না যাওয়ার ইতিহাস এগিয়ে রাখছে তাদের। তাছাড়া ২৬ বারের দেখায় ৯ ম্যাচ জেতার পরিসংখ্যানও তাদের পক্ষে। বিপরীতে ৮টি জিতেছে স্পেন, ড্র ৯টি।
You cannot copy content of this page
Leave a Reply