নোবিপ্রবি প্রতিনিধি: ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শাস্তি পাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের শিক্ষক এস এম মুশফিকুর রহমান আশিক পদত্যাগ করেছেন। তিনি ব্যক্তিগত কারন উল্লেখ করে বিভাগের চেয়ারম্যান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের ৫৬ তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারী যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে আগামী ৫ বছরের জন্য সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি, ভবিষ্যতে এমন কাজের পুনরাবৃত্তি হলে স্থায়ীভাবে চাকুরিচ্যুত, শিক্ষাছুটি ও প্রমোশন/আপগ্রেডেশন এর জন্য আবেদন করতে না পারা উল্লেখযোগ্য। তবে, এসকল শাস্তির সময় শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে জানার জন্য এস এম মুশফিকুর রহমান আশিককে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কল রিসিভ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার (অ.দ) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এ বিষয়ে বলেন, আমরা তার পদত্যাগ পত্রটি হাতে পেয়েছি, দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply