ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটে গোসলে নেমে নিখোঁজ হয় ১৫ বছরের কিশোরী জান্নাতুল।
জানা যায় সোমবার বিকেল পাঁচটার দিকে মাহমুদপুর ইউনিয়ের শ্রীকৃষ্ণপুর এলাকার আনোয়ারের ১৫ কিশোরী মেয়ে মৈনটঘাটে গোসলে নেমে হঠাৎ ডুবে যায়। পরে স্থানীয়রা কুতুবপুর নৌ পুলিশের সদস্যদের খবর দিলে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা প্রায় সাড়ে ছয়টার দিকে নিখোঁজ জান্নাতুলকে পানির নিচ থেকে উদ্ধার করে। পরে জান্নাতুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই রুবেল জানান, পাঁচটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মৈনটঘাটে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতায় পরে জান্নাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
You cannot copy content of this page
Leave a Reply